Sharing is caring!
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে ময়দা দিয়ে নকল ঔষধ তৈরির অপরাধে গোলাম রব্বানী নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৮ডিসেম্বর) দুপুরে সদর ইউনিয়নের বাজেডুমরিয়া এলাকার সরকার পাড়ায় ঔষধ প্রশাসন অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে আনসার ব্যাটালিয়নের একটি দল।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, রব্বানী দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ময়দা দিয়ে বিভিন্ন নামি দামি কোম্পানির নামে নকল ওষুধ তৈরি করে বাজারে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওষুধ তৈরিতে ব্যবহৃত মেশিন ও সরঞ্জাম জব্দ করা হয়।
এসময় এক লাখ টাকার নকল ওষুধ ও অনিরাপদ খাদ্য পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়দা দিয়ে তৈরি নকল ওষুধ জব্দ করা হয়েছে । জব্দ করা অনিরাপদ খাদ্য এবং ঔষধ ধ্বংস করা হয়েছে সেই সাথে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়ে।
জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মিতা রায় জানান, রব্বানী তার বাড়িতে ময়দা দিয়ে বিভিন্ন ধরনের নকল ওষুধ তৈরি করে বাজারজাত করতেন। অভিযানে এসব নকল ওষুধ ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে।
তবে অভিযানে শাস্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় পরিচালক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ। তিনি বলেন, নকল ঔষুধ পাওয়া গেলে ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা কিন্তু ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা এখানে কারসাজি করেছে। প্রচলিত নিয়ম অনুসারে শাস্তি দেয়া হয়নি ওই ব্যক্তিকে।