আজ রবিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে বরখাস্ত করা হল গুলশান থানার ওসিকে

editor
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ণ
যে কারণে  বরখাস্ত করা হল গুলশান থানার ওসিকে

Sharing is caring!

Manual8 Ad Code

টাইমস নিউজ

 

Manual7 Ad Code

রাজধানীর গুলশান থানার ওসি তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে গুলশান জোন ডিসি অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ছাত্র-জনতা ও এলাকাবাসী।

মানববন্ধনের সময় তারা তৌহিদকে ‘সৎ, মেধাবী এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী নির্মূলের কারিগর’ বলে দাবি করে বলেন, অযৌক্তিকভাবে ওসি তৌহিদকে বরখাস্ত করা হয়েছে।

এ সময় তারা তৌহিদকে বরখাস্তের আদেশ প্রত্যাহার চেয়ে জানান, তারা কোনো বৈষম্য মানবেন না। এ আদেশ প্রত্যাহার না করলে ডিসি অফিস ঘেরাও করা হবে।

প্রসঙ্গত, ডাকাতির ঘটনায় মামলা নিতে গড়িমসি করার অভিযোগে রাজধানীর গুলশান থানার ওসি তৌহিদ আহম্মেদকে রোববার বিকালে সাময়িক বরখাস্ত করে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

Manual8 Ad Code

তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্তের পর কদমতলী থানার ওসি মাহমুদুর রহমানকে গুলশান থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

ঘটনাটি সম্পর্কে গুলশান বিভাগের এক পুলিশ কর্মকর্তা জানান, গত ১১ জানুয়ারি গুলশান অ্যাভিনিউয়ের ২৯ নম্বর সড়কে এক ধনাঢ্য ব্যবসায়ীর বাসায় যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ওই বাসা থেকে ৪৬ লাখ টাকা, ৬০ ভরি সোনার গয়না ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

Manual8 Ad Code

ঘটনার পর ব্যবসায়ী থানায় গিয়ে কয়েক দিন চেষ্টা করেও মামলা করতে পারেননি। এরপর তিনি বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে গুলশান থানার ওসি তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code