আজ রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরিক কর্মব্যস্ততার ফাঁকে, স্কুল দিনের সেই পিকনিকের আয়োজন “তারুণ্যের জয়গান”

editor
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৫, ০১:৪৩ অপরাহ্ণ
নাগরিক কর্মব্যস্ততার ফাঁকে, স্কুল দিনের সেই পিকনিকের আয়োজন “তারুণ্যের জয়গান”

Sharing is caring!

Manual1 Ad Code

ঐতিহ্যবাহী গবনর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুল,  ঢাকা এর প্রাক্তন ছাত্রদের এলামনাই সংগঠন OLsA – ২০২৪ এর নির্বাচনে নির্বাচিত সকল এক্সিকিউটিভ মেম্বার- তন্ময় (ল্যাব’০১), মাহিন(ল্যাব’০৬), শশী (ল্যাব’১০), অদম্য (ল্যাব’১১), ফাহিম (ল্যাব’১১), নিয়ন (ল্যাব’১৩), মুহাইমিন (ল্যাব’১৩), শাওন (ল্যাব’১৪) ও কালচারাল সেক্রেটারি সৌম্য (ল্যাব’০৩), স্পোর্টস সেক্রেটারি মাসুদ (ল্যাব’০৫) এবং জয় (ল্যাব’১১) এর ব্যবস্থাপনায় “তারুণ্যের জয়গান” শিরোনামে এই পিকনিক এর আয়োজন করা হয়।

Manual6 Ad Code

৩ জানুয়ারী, ২০২৫ শুক্রবার ঢাকার অদূরে হরিনাগ্রাম, রূপগঞ্জ (মাদানি এভিনিউ ১০০ ফিট দিয়ে সোজা জলসিড়ি ব্রীজ পার হয়ে হাতের ডানে) এর মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এই দিনব্যাপী আয়োজনে শীতের কুয়াশা ভেদ করে ভোর থেকেই ঢাকা থেকে হরিনাগ্রাম, রূপগঞ্জ এ আসা শুরু করেন স্কুলের প্রাক্তন ছাত্ররা।প্রাণবন্ত আড্ডাতে মেতে উঠেন স্কুলের ১৯৬৪ সা্ল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত  এস এস সি পাশ করা ছাত্ররা, যারা দেশ-বিদেশে নিজেদের কর্মক্ষেত্রে সফলতার ছাপ রেখে চলছে। দিনব্যাপী দেশীয় খাবারের আয়োজন, খেলাধুলা ,আড্ডা, গান আর স্মৃতিচারণে সকলে ফিরে গিয়েছিল নিজেদের ফেলে আসা স্কুলের ছাত্রজীবনে। যান্ত্রিক নগরজীবনের ব্যস্ততা একটা দিনের জন্য ভুলে , হারিয়ে গিয়েছিল সবুজের মাঝে।

Manual2 Ad Code

সৈয়দ মোহাম্মাদ মাহমুদুল ইসলাম (তাশফী), স্টাফ রিপোর্টার

Manual1 Ad Code

Manual1 Ad Code

 

Manual1 Ad Code
Manual8 Ad Code