আজ বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও ভারত বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় : ইরিক গারসেটি

editor
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫, ০৪:৩০ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র ও ভারত বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় : ইরিক গারসেটি

Sharing is caring!


Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইরিক গারসেটি।

Manual1 Ad Code

ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। এই রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে।

বৈশ্বিক অঙ্গনে ভারত ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা অতীতের কোনো বিষয় নয়।

Manual4 Ad Code

বর্তমানে তারা যেভাবে একসঙ্গে কাজ করছে, এর আগে কখনোই এমনটি ঘটেনি।’

এই প্রথম বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত।

Manual1 Ad Code

ইরিক গারসেটি বলেন, ‘আমরা দুই দেশই শান্তিপর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। এই নীতিতে একমত ভারত ও যুক্তরাষ্ট্র।আমরা এই নীতির ভাগিদার।’
এ ক্ষেত্রে দুই দেশ সমন্বয় করছে বলেও মন্তব্য করেন তিনি। এই রাষ্ট্রদূত বলেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ কিংবা যেকোনো দেশই হোক না কেন, ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত নয়। আমরা মনে করি, আমাদের একটি সুযোগ আছে।

Manual1 Ad Code
Manual7 Ad Code