আজ শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়া থেকে আরও বেশি পরিমাণে গম ও সার আমদানি করবে বাংলাদেশ

editor
প্রকাশিত মার্চ ২৭, ২০২৫, ০১:১৯ অপরাহ্ণ
রাশিয়া থেকে আরও বেশি পরিমাণে গম ও সার আমদানি করবে বাংলাদেশ

Sharing is caring!

Manual6 Ad Code

টাইমস নিউজ 

Manual6 Ad Code

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক বৃহস্পতিবার চীনের হাইনান প্রদেশের বোয়াও শহরে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা, রাশিয়া থেকে গম ও সার আমদানির পরিকল্পনা এবং বাংলাদেশে গ্যাজপ্রমের গ্যাস অনুসন্ধান কার্যক্রমসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

Manual7 Ad Code

অধ্যাপক ইউনুস বলেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের অর্থসংক্রান্ত বিষয়গুলো সমাধান করা হয়েছে এবং বাংলাদেশ ঢাকায় একটি অ্যাকাউন্টের মাধ্যমে রাশিয়ার অর্থ পরিশোধ করছে। তিনি জানান, চলতি বছরের শেষের দিকে কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।

Manual5 Ad Code

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ রাশিয়া থেকে আরও বেশি পরিমাণে গম ও সার আমদানি করবে। পাশাপাশি, দেশে রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের আরও অফশোর ও অনশোর অনুসন্ধান কার্যক্রম পরিচালনার প্রতি বাংলাদেশের আগ্রহ রয়েছে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং বলেন, রাশিয়া আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে তাদের দেশে পড়াশোনার সুযোগ দিতে চায়।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, রাশিয়া বাংলাদেশে আরও বেশি পরিমাণে গম ও সার রপ্তানি করতে আগ্রহী।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফৌজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ড. খালিলুর রহমান উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code
Manual7 Ad Code