আজ বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ায় শমশেরনগর জেনারেল হাসপাতাল কমিটির সভাপতি সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী সংবর্ধিত

editor
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
ক্যালিফোর্নিয়ায় শমশেরনগর জেনারেল হাসপাতাল কমিটির সভাপতি সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী সংবর্ধিত

Sharing is caring!

Manual4 Ad Code
 প্রবাসী সংবাদদাতা:
আমেরিকার লস এঞ্জেলসের ক্যালিফোর্নিয়ায় বাফলার ১৮তম বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফেস্টিভ্যালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর জেনারেল হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বরেণ্য সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরীকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেছে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে ক্যালিফোর্নিয়ার আগ্রা ইন্ডিয়ান রেস্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরীকে সংগঠনের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা ও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাধারণ সম্পাদক লায়েক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে এসোসিয়েশনের এডভাইজারী মেম্বার এম.এ. হামিদ খোকন, সাবেক সেক্রেটারী সৈয়দ নাসির জেবুল, খায়রুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন রানা, মাহতাব আহমেদ, গোলাম কিবরিয়া, মুর্শেদ চৌধুরী, বদরুল মাসুদ, মিজানুর জমসেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় এসোসিয়েশনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ সহ স্থানীয় জালালাবাদবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথি বরেণ্য সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরীকে নিয়ে নৈশভোজ করেন জালালাবাদবাসী।
বরেণ্য সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরীকে ক্যালিফোর্নিয়ায় স্বাগত জানিয়ে বক্তারা বলেন, সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী জালালাবাদ তথা বাংলাদেশের গর্ব। হাসন রাজা, রাধারমন থেকে শুরু করে সিলেটের আঞ্চলিক গানকে তিনি সারা বিশ্বে এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন। আমরা জালালাবাদবাসী মহান এ শিল্পীকে কাছে পেয়ে অনেক আনন্দিত। সেলিম চৌধুরী শুধু একজন সঙ্গীতশিল্পীই নন, তিনি আর্তমানবতার কল্যাণেও বিশেষ ভুমিকা পালন করছেন।
সংবর্ধিত সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে দেশের সাধারণ মানুষের কল্যাণ শমশেরনগর জেনারেল হাসপাতালের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সকল প্রবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, গানের পাশাপাশি মানবতার কল্যাণে ও দেশ-বিদেশে বসবাসকারী সবার সার্বিক সহযোগিতায় শমশেরনগর জেনারেল হাসপাতালকে পূর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছি। আপনাদের প্রেরণা এবং সহযোগিতায় ধিরে ধিরে পূর্ণাঙ্গরূপ পাচ্ছে আমাদের কাঙ্খিত স্লোগান “সবার জন্য হাসপাতাল”। শমশেরনগর হাসপাতাল কমিটি আপনাদের কাছে চির কৃতজ্ঞ।
Manual1 Ad Code
Manual2 Ad Code