আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে গীতা পাঠক মঞ্জু গোপাল দেব এর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন

editor
প্রকাশিত মে ২৯, ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ণ
মৌলভীবাজারে গীতা পাঠক মঞ্জু গোপাল দেব এর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন

Sharing is caring!


Manual7 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজার টাউন চতুষ্পাঠীর সাবেক অধ্যক্ষ, প্রভূ প্রাণকিশোর সেবা পরিষদের উপদেষ্টা, পূর্ব গীর্জাপাড়া শিল্পী সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য ভাগবত গীতা পাঠক মঞ্জু গোপাল দেব ইহধাম ত্যাগ করে পরলোকে গমন করেছেন।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডস্থ গীর্জাপাড়া নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও ভক্তবৃন্দ রেখে গেছেন।
বিকেল ৪টায় শ্রদ্ধা জানানোর জন্য চৌমুহনাস্থ শ্রী শ্রী নৃতুন কালীবাড়িতে লাশ নিয়ে আসলে মৃতের ছাত্র-শিষ্যরা আবেগে আপ্লুত হয়ে যান। এসময় শ্রী শ্রী নৃতুন কালীবাড়ি কার্যকরি পরিষদের সদস্যবৃন্দ, মহিলা ভাগবত সংঘ, নিত্যানন্দ ভাগবত সংঘ, শ্রী গৌরবাণী পত্রিকা পরিবার সহ সর্বস্ততের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তার বিদেহী আত্মার পরম শান্তি কামনা ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিকেল ৫টায় সৈয়ারপুর পৌর স্মশানঘাটে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও ভক্তবৃন্দের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
Manual1 Ad Code
Manual4 Ad Code