Sharing is caring!

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনের নেতিবাচক খবর, রাজনৈতিক সংঘাত ও করুণ ঘটনার ভিড়ে মানবতা, সহানুভূতি ও ইতিবাচকতার স্থান যেন ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এমন বাস্তবতায় সমাজে আশার আলো ছড়িয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন ঢাকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ শফিউল আলম সিদ্দিকী শ্রেষ্ঠ। তিনি তৈরি করেছেন একটি সামাজিক প্ল্যাটফর্ম ‘Seed for Deed’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে কেউ তাদের করা ভালো কাজ, যেমন কাউকে সাহায্য করা, দান করা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশ নেওয়া কিংবা নিছক সদাচরণ তা প্রকাশ করতে পারবেন।
এই উদ্যোগের মাধ্যমে ভালো কাজগুলো শুধুমাত্র সামাজিক স্বীকৃতি পায় না, বরং তা একটি সনদপত্র, ডিজিটাল ব্যাজ এবং প্রোফাইলের অংশ হিসেবে সংরক্ষিত হয়। প্রতিযোগিতামূলক র্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের কাজের পরিসংখ্যানও দেখতে পান, যা অন্যদের অনুপ্রাণিত করে।
এই প্ল্যাটফর্মের অন্যতম লক্ষ্য হলো ভবিষ্যতে প্রতিটি যাচাইকৃত ভালো কাজের জন্য একটি করে গাছ রোপণ করা। যদিও বর্তমানে এই উদ্যোগের সঙ্গে কোনো পরিবেশবান্ধব সংগঠন বা কর্পোরেট প্রতিষ্ঠান যুক্ত নয়, তবে নির্মাতা আশাবাদী যে আগামী দিনে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এই উদ্যোগের অংশীদার হবে।
প্ল্যাটফর্মটি সম্পূর্ণ দ্বিভাষিক, বাংলা এবং ইংরেজি ভাষায় ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। বাংলাদেশ থেকে প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে বাংলা সংস্করণ দেখা যাবে, তবে প্রয়োজন অনুযায়ী ভাষা পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে।
বর্তমানে এই উদ্যোগটি ব্যক্তিগত প্রচেষ্টায় পরিচালিত হলেও, এর পেছনে রয়েছে বড় স্বপ্ন একটি সচেতন সমাজ গড়া, যেখানে ভালো কাজ শুধু মনের শান্তিই নয়, পরিবেশ ও সমাজেও ইতিবাচক পরিবর্তন আনে।
ওয়েবসাইট লিংক: https://seedfordeed.com
সৈয়দ মোহাম্মাদ মাহমুদুল ইসলাম(তাশফী), স্টাফ রিপোর্টার