আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে গারদে থেকে ছাত্র হত্যার আসামী  ক্রিকেটদলের অধিনায়কে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

editor
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ০৪:০৯ অপরাহ্ণ
মাদারীপুরে গারদে থেকে ছাত্র হত্যার আসামী  ক্রিকেটদলের অধিনায়কে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Sharing is caring!

Manual3 Ad Code

রাকিব হাসান, মাদারীপুর প্রতিনিধি

Manual5 Ad Code

মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত তওহিদ সন্নামাত হত্যা মামলার আসামী আকতার হাওলাদারের বিরুদ্ধে গারদে থেকে মাদারীপুর জেলা ক্রিকেটদলের অধিনায়ক রুবেল হাওলাদারকে মুঠোফোন হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

Manual4 Ad Code

সোমবার (১০ মার্চ) দুপুরে শহরের সুমন হোটেল সংলগ্ন মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদারীপুর জেলা ক্রিকেটদলের অধিনায়ক রুবেল হাওলাদারের ফুফাতো ভাই জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল আহসান তিনি জানান মাদারীপুর শহরের পুরান বাজার মুরগী পট্টির বিভিন্ন গাড়ীর ময়লা ফেলা ও ময়লা ধোয়া কাজে গাড়ী ওয়ালাদের বাধা দিলে আক্তার হাওলাদার এর ছোট ভাই ওমর হাওলাদার আমার ফুফাতো ভাই রুবেল হাওলাদারকে অকল্য ভাষায় গালিগালাজ করে  এবং গত (০৯ মার্চ) গারদে থাকাবস্থায় তাওহিদ হত্যা মামলার আসামী আক্তার হাওলাদার মুঠোফোনে আমার ভাই রুবেল হাওলাদারকে মেরা ফেলার হুমকি দিয়েছে আমি বলতে চাই একজন গারদে থাকা আসামি  কিভাবে ফোন করে মেরে ফেলার হুমকি দিতে পারে? এ ঘটনা আমরা থানায় গিয়ে বিষয়টি ওসি সাহেবকে জানাই তিনি মাদারীপুর জেলা জজ কোর্টের ইন্সপেন্ডর মোঃ আনিস সাহেবকে ফোনে জিজ্ঞাসা করেন যে, আক্তার হাওলাদার নামে কোন আসামী আজকে গারদ খানায় নেওয়া হয়েছে কিনা তখন উনি জানায় যে, আক্তার হাওলাদার নামের কোন আসামীকে গারদ খানায় আনা হয় নাই বর্তমানে আক্তার হাওলাদার ছাত্র হত্যা মামলায় কাশিমপুর কারাগারে আছে। কিন্তু গত ০৯ তারিখে তথ্য নিয়ে জানা,যায় যে মাদারীপুর জেলা জজ কাটের গারদ খানায় মোট ১৮ জন আসামীকে আনা হয়েছে তার মধে আক্তার হাওলাদার ১৪ নং আসামী হিসাবে উপস্থিত ছিল। আমরা বলতে চাই একজন হত্যা মামলার আসামিকে আদালতে উঠানো হলো অথচ মাদারীপুর জেলা জজ কোর্টের ইন্সপেন্ডর মোঃ আনিস সাহেব কেন আমাদের মিথ্যে কথা বলল আমরা এজন্য আনিস সাহেবের বিচার চাই

এ ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি আইন যদি এর সঠিক বিচার না করে তাহলে আমরা পরবর্তী কর্মসূচি পালন করব।

Manual1 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন  মাদারীপুর জেলা ক্রিকেট দলের অধিনায়ক রুবেল হাওলাদার, জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান, সাকিল মুন্সি, আলী হোসন,হাসান মুন্সিসহ অনেকে।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code