আজ বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রশাসনের আশ্বাসে শ্রমভবন ছাড়লেন শ্রমিকরা, ৭ ঘণ্টা পর মুক্ত কর্মকর্তারা

editor
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ণ
প্রশাসনের আশ্বাসে শ্রমভবন ছাড়লেন শ্রমিকরা, ৭ ঘণ্টা পর মুক্ত কর্মকর্তারা

Sharing is caring!


Manual5 Ad Code

টাইমস নিউজ 

Manual5 Ad Code

রাজধানীতে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে রাম প্রসাদ সিং (৪০) নামের পোশাককর্মীর মৃত্যুর ঘটনায় অবরুদ্ধ থাকার ৭ ঘণ্টা পর মুক্ত হলেন শ্রম ভবনের কর্মকর্তারা। আগামীকাল সোমবার (২৪ মার্চ) বেলা ১১টায় সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের আশ্বাসে তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

রাত পৌনে ১০টায় সেনা কর্মকর্তা শাহনুর, রমনা জোনের ডিসি মাসুদ ও শ্রমিক নেতা সাদিক আন্দোলনকারীদের ব্রিফিং করেন। এ সময় শ্রমিক নেতা সাদিক বলেন, ‘প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কাল সরকারের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক হবে।’ তখন আন্দোলনরত শ্রমিকদের সম্মতিতে অবরুদ্ধ কর্মকর্তাদের বের হওয়ার সুযোগ দেওয়া হয়।

সেনা কর্মকর্তা শাহনুর শ্রমিকদের দাবি সরকারের কাছে তুলে ধরবেন বলে শ্রমিকদের জানান। তখন পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে আস্তে আস্তে আন্দোলনকারীরা চলে যাচ্ছেন।

 

Manual6 Ad Code

রবিবার (২৩ মার্চ) বিকাল ৪টা থেকে শ্রম কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এর আগে বিকাল সোয়া ৩টায় হার্ট অ্যাটাক করে মারা যান গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ান্স (বিডি) লিমিটেডের সহকারী প্রোডাকশন ম্যানেজার রাম প্রসাদ সিং।

Manual6 Ad Code

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুনেছি লোকটি শ্রম ভবনের সামনে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে স্থানীয় ইসলামীয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে ঢামেকে নিয়ে আসা হয়।

Manual2 Ad Code

তাকে হাসপাতালে নিয়ে আসা একই গার্মেন্টসের সুইং ম্যানেজার মোস্তফা ভূইয়া ও শ্রমিক সংগঠনের রমজান আলী জানান, গত ১৮ মার্চ থেকে বকেয়া বেতনের দাবিতে চাকরিচ্যুত ওই গার্মেন্টসের শ্রমিক-কর্মচারীরা রাজধানীতে শ্রম ভবনের সামনে আন্দোলন করে আসছেন। সেখানে রাম প্রসাদ সিং অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।

রাম প্রসাদ ফেনী জেলার ফুলগাজী উপজেলার কার্তিক কুমার সিংয়ের ছেলে। বর্তমানে থাকতেন গাজীপুর চৌরাস্তা এলাকায়।

Manual1 Ad Code
Manual2 Ad Code