আজ শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পাই যেন দিদার

editor
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪, ১২:২২ অপরাহ্ণ

Sharing is caring!

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

রেশিয়া খান

Manual5 Ad Code

মনের অজান্তে সারাক্ষণ করি কত ভুল ,
দিনের শেষে যখন বুঝি পুরায়
মন অনল I
জীবনের শেষ প্রান্তে এসে ভেঙে যায় শরীরের বল I
পিছনের ফেলে আসা সব কিছু শুধুই মনে বাজে তালগুল I
রাতের অন্ধকার ধীরে ধীরে কাছে এসে ছুঁতে দেয় বাড়িয়ে হাত বলে আমার সাথে চল I
জগতের নিয়ম মেনে যেতে হবে ওগো সব ছেড়ে দিয়ে জনাঞ্জাল I
পরের বাড়ি ,পরের ঘর ছিলাম মুসাফির বুঝলাম যখন নাই কোন সময় নাই বুঝি কোন কুল I
মায়ার বন্ধনে জড়িয়ে ধরে জীবন আমাদের করেছে নিষ্ফল I
মরণের তরে খোদা পাই যেন
দিদার কাঁদি আমি তোমার দরবারে তাই হয়ে আকুল I

Manual8 Ad Code

23rd Nov 2024

Manual1 Ad Code
Manual7 Ad Code