আজ মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড়

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ণ
খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড়

Sharing is caring!


Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে দলের নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়ছে। তারা সেখানে খালেদা জিয়ার জন্য দোয়া চাইছেন এবং তার লড়াই-সংগ্রামের কথা বলছেন। এসময় তাদের আবেগাপ্লুত হতে দেখা গেছে।

Manual7 Ad Code

সকাল ৯টা ১৫ মিনিটে সরেজমিনে দেখা গেছে, বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার দীর্ঘ লড়াই-সংগ্রামের কথা গণমাধ্যমে তুলে ধরছেন।

এসময় অনেককেই কান্না করতে দেখা গেছে। তাদের মধ্যে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মো. কিবরিয়া।

তিনি বলেন, ‘আমরা খুবই আশাবাদী ছিলাম নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন।

আমরা ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন।’

Manual6 Ad Code

তিনি আরো বলেন, ‘ওনার (খালেদা জিয়া) জীবন ইতিহাস থেকে অনেক কিছু দেশের মানুষের শেখার আছে। ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

একই সঙ্গে তিনি যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সে বাংলাদেশ গড়তে দেশের মানুষ যেন গণতন্ত্রের পক্ষে কাজ করেন সে প্রত্যাশা করি ‘
এর আগে আজ মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি।

Manual3 Ad Code

 

তথ্য সুএঃ কালেরকন্ঠ

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code