আজ বুধবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের রুমি বিসিবি’র আম্পায়ারিং এ চুড়ান্ত

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ
মৌলভীবাজারের রুমি বিসিবি’র আম্পায়ারিং এ চুড়ান্ত

Sharing is caring!

তিমির বনিক:
মৌলভীবাজারের কুলাউড়ার গর্ব, মোছা: জামিলা আক্তার রুমি বেগমের জন্ম ও বেড়ে ওঠা কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায়। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি প্রবল আগ্রহী রুমি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর অফিসিয়াল আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।
রবিবার (৩১ আগষ্ট) অনুষ্ঠিত উইমেন্স চ্যালেঞ্জ কাপ ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় BD BOYS U-15 বনাম BD WOMEN RED দল। এ খেলায় দায়িত্ব পালন করেন রুমি। নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের জন্য মাঠে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন। বিসিবি’র অনুমোদিত আম্পায়ার হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেটে নারীদের অবদান আরও দৃশ্যমান করে তুলেছেন।
স্থানীয় ক্রীড়ামোদীরা জানান, কুলাউড়ার সন্তান রুমি শুধু কুলাউড়ার নয়, পুরো মৌলভীবাজারের জন্যই এক বিশাল গর্ব। তার এ অর্জন আগামী প্রজন্মকে খেলাধুলায় আরোও বেশি অনুপ্রাণিত করবে।
রুমি নিজেও ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ার হিসেবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন ব্যক্ত করেছেন। সুযোগ দক্ষতা থাকলে অবশ্যই একদিন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের নাম মেলে ধরবো।