আজ শুক্রবার, ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজারের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৫:২১ অপরাহ্ণ
সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজারের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

Sharing is caring!

Manual5 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।

Manual7 Ad Code

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি প্রথমে মৌলভীবাজার সদরের কাশীনাথ আলাউদ্দিন স্কুল মাঠের মহেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এরপর রাতে তিনি রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচগাঁও পূজা মণ্ডপ ঘুরে দেখেন।

Manual1 Ad Code

এসময় ডিআইজি সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। তিনি সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Manual6 Ad Code

এর আগে ডিআইজি মৌলভীবাজার পৌঁছালে তাকে স্বাগত জানান জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরসহ জেলা পুলিশ এবং রেঞ্জ অফিসের কর্মকর্তারা।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code