আজ রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ইতিহাসের নজিরবিহীন কালো অধ্যায়

editor
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ণ

Sharing is caring!

Manual4 Ad Code

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ,

গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে একটি হল রুমে ‘৩রা নভেম্বর ১৯৭৫ ফাউন্ডেশন ইউকের’ উদ্যোগে আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ইতিহাসের নজিরবিহীন কালো অধ্যায় যা জাতি চিরদিন মনে রাখবে। এর সাথে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার না হওয়া পর্যন্ত তাঁদের আত্মা শান্তি পাবেনা।

Manual4 Ad Code

‘৩রা নভেম্বর ১৯৭৫ ফাউন্ডেশন ইউকের’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার কর্মী এবং আইনজীবী ব্যারিস্টার আলী রেজাউদ্দলা সোহান। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের আজীবন সদস্য ও আইনজীবী ডক্টর আনিছুর রহমান আনিছের পরিচালনায় অনুস্টিত সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

Manual8 Ad Code

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে বঙ্গবন্ধুর হত্যাকারীরা গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। তারা সবাই বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের হত্যাকাণ্ড ছিল নজিরবিহীন।
আজ আমরা পরম শ্রদ্ধায় স্মরণ করি সেই চার জাতীয় নেতা, স্বাধীন বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে।

সভায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ডক্টর আনসার আহমেদ উল্লাহ, শাহাব উদ্দিন চঞ্চল, ইয়াসমিন সুলতানা পলিন, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মকিস মনসুর, মোঃ আনা মিয়া, নাট্যকর্মী স্বাধিন খসরু, মোঃ মনিরুজ্জামান, আব্দুল হান্নান, জলিল চৌধুরী, আবু ইউসুফ লিক্সন, ফজলুল হক, আব্দুল শহিদ, রাসিক মিয়া, সিরাজ মিয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোস্টী নিউপোর্ট শাখার সভাপতি শেখ আব্দুর রউফ তালুকদার সহ অনেকে। সভায় বক্তারা দেশের বর্তমান বিশৃঙ্খল পরিস্তিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিচারহীনতা এবং দেশে চলমান হিংসা ও প্রতিশোধপ্রবণ মনোভাবের ব্যাপক বিস্তৃতিতে উদ্বেগ প্রকাশ ও এর তীব্র নিন্দা জানান।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code