আজ মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আলী রীয়াজ কমিশনের প্রস্তাবে যুক্তরাজ্যবাসীর প্রতিক্রিয়া

editor
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৫, ০৩:২১ অপরাহ্ণ

Sharing is caring!

Manual2 Ad Code

টাইমস নিউজ  

সম্প্রতি অধ্যাপক আলী  রীয়াজের তথাকথিত সংবিধান সংস্কার কমিশনের করা প্রস্তাব পেশের প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত বিশিষ্ট জনেরা। তাদের পক্ষ থেকে দেওয়ান গৌস সুলতান জানান , আমরা যুক্তরাজ্যে বসবাসরত নিম্নস্বাক্ষরকারী প্রবাসীরা আমাদের কমিউনিটির পক্ষ থেকে এই বেআইনী কমিশন কর্তৃক এসব প্রস্তাব পেশের তীব্র প্রতিবাদ জানিয়ে এগুলো প্রত্যাখ্যান করছি।

যেখানে ইউনুস সরকার তাদের নিজেদের বৈধতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে সেখানে সংবিধানের মত পবিত্র দলিল নিয়ে নাড়াচাড়া করা বা সংশোধনের চেষ্টা করা বাতুলতা মাত্র।

ত্রিশ লক্ষ শহীদের রক্তে লেখা এবং তিন লক্ষ সম্ভ্রম হারান মা-বোনের মহাত্যাগের ভিতের উপর রচিত এই ঐতিহাসিক দলিল। মুক্তিযুদ্ধের বাংলাদেশের সর্ব শ্রেষ্ঠ অর্জন আমাদের এই সংবিধান । এটা ‘বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি’। কোন সরকার বা কমিশন বা ব্যক্তির এতে হাত দেবার কোন ব্যবস্থা বা সুযোগ বা অধিকার নাই।

Manual7 Ad Code

আমরা গভীর পরিতাপের সাথে লক্ষ্য করছি যে গত ৫ আগস্টের পর থেকে বর্তমান ক্ষমতাসীন চক্র বাংলাদেশকে একটি মৌলবাদী, সাম্প্রদায়িক এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করার হীন প্রচেষ্টায় লিপ্ত। আমাদের জাতীয় ইতিহাস, ঐতিহ্য এবং প্রয়োজনীয় ও গৌরবোজ্জ্বল স্থাপনা সমুহের উপর আক্রমন চালানো হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের অর্জন ও ঐতিহ্যের স্মারক যেমন মুজিব নগরের ঐতিহাসিক স্মারক ও স্থাপনা, স্বাধীনতার সুতিকাগার হিসেবে পরিচিত ৩২ নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্বাধীনতার মহামূল্যবান দলিল সম্বলিত যাদুঘর ধ্বংস করা হয়েছে। মুক্তিযুদ্ধের আরো অনেক স্মৃতি বিনষ্ট করে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই এক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কথিত সংস্কারের নামে বাঙ্গালী জাতির সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ দলিল – বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান – বদলের অপচেষ্টা চালাচ্ছে। দেশের নাম পরিবর্তন থেকে শুরু করে চার মূলনীতির পরিবর্তন, সংবিধানের মূল চরিত্র হনন সহ সমগ্র সংবিধানের মৌলিক কাঠামোতে হাত দিতে উদ্যত এই অযোগ্য দিশেহারা গোষ্ঠি। আর এসব অপ্রয়োজনীয়, বেআইনী, বাহুল্য, অযৌক্তিক, মুখরোচক পরিবর্তনের নামে দেশের অর্থ অপচয় করা হচ্ছে। আমরা এসব অপপ্রয়াসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এসব সম্পূর্ণ বন্ধ করার দাবী জানাচ্ছি। আমরা বিশ্বাস করি বর্তমান সংকট উত্তরনের জন্য শিগগির একটি স্বচ্ছ, অবাধ এবং অংশগ্রহন মূলক নির্বাচন প্রয়োজন।

Manual6 Ad Code

স্বাক্ষর:

Manual3 Ad Code

¤ হৃদয়ে ৭১ – বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান (প্রধান সংগঠক) ও ড. আজিজুল আম্বিয়া (সংগঠক)
¤ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউকে কমান্ড – বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মেফতা ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান (পক্ষে)
¤ জাতীয় চার নেতা পরিষদ – শাহ ফারুক আহমদ অ্যাডভোকেট (সভাপতি) ও আব্দুর রহিম শামীম (সাধারণ সম্পাদক)
¤ গৌরব ৭১ – আব্দুর রাজ্জাক মোল্লা (সভাপতি) ও কাবিরুল ইসলাম কামাল (সাধারণ সম্পাদক)
¤ প্রাক্তন ছাত্রলীগ, যুক্তরাজ্য – ফয়জুল ইসলাম লস্কর (আহ্বায়ক) ও সিরাজ উদ্দীন আহমদ (সদস্য সচিব)
¤ সেকুলার বাংলাদেশ মুভমেন্ট, ইউকে – পুষ্পিতা গুপ্তা (প্রেসিডেন্ট) ও কাজল সরকার (সাধারণ সম্পাদক)
¤ হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকে – মোহাম্মদ মকিস মনসুর (সভাপতি) ও আলহাজ্ব লিয়াকত আলী (সাধারণ সম্পাদক)
¤ প্রজন্ম ৭১ – বাবুল হোসেন (আহ্বায়ক) ও আব্দুল্লাহ সিদ্দিক (সদস্য সচিব)
¤ ডায়াস্পোরা ৭১ – জাসমীন চৌধুরী ও রানা মেহের (পক্ষে)
¤ উইভার ফিল্ড ট্রাস্ট – সোহেল উল্লা (সভাপতি) ও আব্বাস উদ্দিন (সাধারণ সম্পাদক)
¤ বঙ্গবন্ধু লেখক-সাংবাদিক ফোরাম ইউকে – চৌধূরী মুরাদ (প্রেসিডেন্ট) ও শাহ মুস্তাফিজুর রহমান বেলাল (সম্পাদক)
¤ জালালাবাদ ফাউন্ডেশন – মো শামিম আহমদ (সভাপতি) ও আব্দুল বাসির (সাধারণ সম্পাদক)
¤ সখী ফাউন্ডেশন – সখী বেগম (প্রেসিডেন্ট) ও সারা খাতুন (সম্পাদক)
¤ হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল – আনসার আহমদ উল্লাহ ও রাসেল মিয়া (পক্ষে)
¤ বাংলাদেশ হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য – তেরাবুল ইসলাম ও আব্দুস শহীদ (পক্ষে)
¤ কানেক্টিং সিনিয়র ট্যালেন্টস – রহমান জিলানী (প্রেসিডেন্ট), ড. আনোয়ারুল হক (সাধারণ সম্পাদক) ও অ্যাডভোকেট মজিবুল হক মনি (কোঅর্ডিনেটর)
¤ ফ্রেন্ডস সোসাইটি ইউকে – বীর মুক্তিযোদ্ধা কামাল দেওয়ান (প্রেসিডেন্ট) ও পলাশ সিদ্দিকী (সেক্রেটারী)
¤ ৭ই মার্চ ফাউন্ডেশন – নূর উদ্দিন আহমদ (সভাপতি) ও আলা মিয়া আজাদ (সাধারণ সম্পাদক)
¤ আত্মজন – মীরা বড়ুয়া (প্রেসিডেন্ট) ও কবি সালমা বেগম (সেক্রেটারী)
¤ বিজয় ফাউন্ডেশন – বদরুজ্জামান খান (প্রেসিডেন্ট) ও নুসরাত খাতুন (সেক্রেটারী)
¤ যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদ – বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন (প্রেসিডেন্ট) আলীমুজ্জামান (সাধারণ সম্পাদক)

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code