আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

editor
প্রকাশিত মে ১৪, ২০২৫, ০১:১৫ অপরাহ্ণ
কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

Sharing is caring!


Manual6 Ad Code
তৈয়বুর রহমান ( কালীগঞ্জ) গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার দুটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বর্তুল গ্রামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কমিটিগুলোর ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিতে মো. হুমায়ুন কবির মাস্টারকে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং খালেকুজ্জামান বাবলুকে সদস্য সচিব করা হয়েছে। অন্যদিকে, মোহাম্মদ হোসেন আরমান মাস্টারকে কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক এবং ইব্রাহিম প্রধানকে সদস্য সচিব হিসেবে নাম ঘোষণা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।
তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে দলকে সংগঠিত ও গতিশীল করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ সোলাইমান আলম, আশরাফী হাবীবুল্লাহ, খাইরুল আলম মিন্টু, ফরিদ আহমেদ মৃধা, আলমগীর হোসেন স্বপন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমানসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের পর্যায়ের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, দ্রুত সময়ের মধ্যে উপজেলা ও পৌর বিএনপির উভয় আহ্বায়ক কমিটিকে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ রূপে গঠন করা হবে।
Manual1 Ad Code
Manual5 Ad Code