আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের বিরুদ্ধে কটুক্তি, জেলায় উত্তেজনা, থানায় জিডি

editor
প্রকাশিত জুন ১৮, ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ণ
সাংবাদিকদের বিরুদ্ধে কটুক্তি, জেলায় উত্তেজনা, থানায় জিডি

Sharing is caring!

Manual8 Ad Code

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :

মৌলভীবাজার প্রেসক্লাবের তালা ভেঙে দখলে নেওয়ার হুমকি দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্স।

সোমবার (১৬ জুন) রাতে জেলা শহরের এম সাইফুর রহমান রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলার জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ বক্তব্য দেন তিনি।

বক্তব্যে তিনি প্রেসক্লাবের তালা ভেঙে দখল করার হুমকি দেন। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলাজুড়ে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

জেলা ও উপজেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীরা এই বক্তব্যকে গণমাধ্যমের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং বলেন, এটি স্বৈরশাসনের প্রতিচ্ছবি।

Manual7 Ad Code

এই ঘটনায় মঙ্গলবার ১৭ জুন সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় মতিন বক্সের দায়িত্বহীন ও উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং সাংবাদিকদের ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়।

Manual3 Ad Code

এ ঘটনায় মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৭৬) করেন। জিডিতে উল্লেখ করা হয়, মতিন বক্স (৫৫), পিতা-মৃত আনোয়ার বক্স, ১৬ জুন রাত ৯টার দিকে ওয়েস্টার্ন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাব দখলের হুমকি দেন এবং সাংবাদিকদের নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করেন। পরবর্তীতে তিনি এই বক্তব্য নিজের ফেসবুক আইডি ও অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দেন।

Manual2 Ad Code

জিডিতে আরও বলা হয়, সাংবাদিকরা প্রেসক্লাবে নিয়মিত দায়িত্ব পালন করেন, তাই মতিন বক্স ও তার অনুসারীরা প্রেসক্লাবে হামলা চালাতে বা সাংবাদিকদের ক্ষতিসাধন করতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এর আগে, মতিন বক্সের নানা অপকর্ম সংক্রান্ত খবর স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশ হলে, তিনি জ্যেষ্ঠ সাংবাদিকদের বিরুদ্ধে তার ও তার অনুসারীদের ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালান। তিনি সাংবাদিকদের হুমকি, কুৎসা ও গুজব ছড়িয়েছেন বলেও অভিযোগ ওঠে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, বিএনপি কখনো স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করে না। যিনি ওই বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত মত। বিষয়টি দলীয়ভাবে আলোচনায় আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual3 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, “প্রেসক্লাবের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Manual1 Ad Code
Manual5 Ad Code