আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইবি ঊষার নেতৃত্বে মেজবা-আশিক

editor
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
ইবি ঊষার নেতৃত্বে মেজবা-আশিক

Sharing is caring!


Manual7 Ad Code

আবির হোসেন, ইবি প্রতিনিধি:

ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন (ঊষা) এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৭ই জুন) ঊষা কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি শিবলী রহমান পাভেল ও সাধারন সম্পাদক যোবায়ের আল মাহমুদ স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গাজী মেজবাউর রহমান ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান।

Manual4 Ad Code

নবনির্বাচিত সভাপতি আল ফিকহ এন্ড ল  ও সাধারণ সম্পাদক রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র।তারা উভয়ই ঊষা কেন্দ্রীয় নির্বাহী সংসদের যথাক্রমে সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

নবনির্বাচিত সভাপতি গাজী মেজবাউর রহমান বলেন, কালিগঞ্জের সবচেয়ে বেশি শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাদের নিয়ে সেচ্ছাসেবামুলক ও সামাজিক কাজ করা আনন্দের বিষয়। আশা করা যায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা নিজ এলাকা,দেশ ও জাতির আকাঙ্কা পুরনে অগ্রগামী হবে।

Manual2 Ad Code

উল্লেখ্য, ঊষা একটি অরাজনৈতিক সংগঠন। এটি বিভিন্ন সামাজিক কার্যক্রম, অসচ্ছলদের শিক্ষাবৃত্তি প্রদান, বিভিন্ন ক্যাম্পেইন, বনায়ন, ক্যারিয়ার কাউন্সেলিং, পুনর্মিলনি সহ নানা কার্যক্রম পরিচালনা করে।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code