আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে কৃষকদের নিয়ে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

editor
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ
জুড়ীতে কৃষকদের নিয়ে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

জুড়ীতে কৃষকদের নিয়ে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Sharing is caring!

Manual2 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

মৌলভীবাজারের জুড়ীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

বুধবার (১৮ জুন) জুড়ী উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস ও প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার নাসির উদ্দিন।

Manual3 Ad Code

জুড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল আলম খানের সভাপতিত্বে এবং উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, উপজেলা মৎস্য অফিসার মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৃদুল কান্তি দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম জহুরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য হারিস মোহাম্মদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, উপজেলা মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা মোহাম্মদ সুজাউদ্দৌলা, ছাত্র সমন্বয়ক মোহাম্মদ আফজাল হোসাইন, কৃষক জালাল উদ্দিন, মুবিন উদ্দিন, উপজেলা উপ-সহকারি কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম, রনি সিংহ, আতিকুর রহমান, সুরঞ্জিত ধর, রিপন কান্তি দাশ, রতন পাল, চমক আচার্য্য, পৃথিশ পাল, মৃণাল আচার্য্য, পংকজ কান্তি বিশ্বাস প্রমূখ।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার নাসির উদ্দিন বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো- বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে রূপান্তর ঘটানো, যেখানে পুষ্টি, উদ্যোক্তা বৃদ্ধি এবং স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। পার্টনার কংগ্রেস মূলত এই প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য একটি প্ল্যাটফর্ম। এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণ এবং মূল্য শৃঙ্খল (ভ্যালু চেইন) শক্তিশালী করার ওপর জোর দেয়া।

Manual7 Ad Code

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জুড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল আলম খান। এসময় তিনি পার্টনার প্রকল্পের মাধ্যমে জুড়ী উপজেলার কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামগ্রিক গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হবে বলে জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের ৭০ জন কৃষক-কৃষাণী সহ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code
Manual5 Ad Code