আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযান: ৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

editor
প্রকাশিত জুন ২০, ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ণ
কালীগঞ্জে মাদক বিরোধী অভিযান: ৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

Sharing is caring!


Manual7 Ad Code

তৈয়বুর রমান (কালীগঞ্জ) গাজীপুর:

গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি মামলায় ৫ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় যৌথভাবে এ দণ্ডাদেশ প্রদান করেন কালীগঞ্জ উপজেলা কালীগঞ্জ নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।

Manual2 Ad Code

সাজাপ্রাপ্তরা হলো গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের মো. ছলিমুল্লাহর ছেলে মো. তাওহিদ (৩৫), একই উপজেলার বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামের মো. মনির হোসেনের ছেলে নিলয় হোসেন (২২), উপজেলার জামালপুর ইউনিয়নের চক জামালপুর গ্রামের বাসিন্দা রাজু (৩৯) ও মো. সুমন মিয়া (২৯) এবং জামালপুরের ইসলামপুর উপজেলার বলিয়াদহ গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে মো. রতন (২৮)।

Manual6 Ad Code

জানা গেছে, দিনব্যাপী উপজেলার শিমুলিয়া, জামালপুর, বাহাদুরসাদী ও খৈকড়া এলাকায় অভিযান চালায় গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কালীগঞ্জ থানা পুলিশ। অভিযানে ৫ জনতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী দোষী প্রমাণিত হওয়ায় ৫ জনের প্রত্যেকে ১০০ টাকাক করে ৫০০ টাকা অর্থদণ্ড এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে রতন, তাওহিদ, রাজু ও সুমন নামের ৪ জনকে এক মাস করে এবং নিলয় নামে একজনকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Manual1 Ad Code

মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমান আদাল পরিচালাকালে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক মোজাম্মেল হক, উপ-পরিদর্শক মো. জুয়েল মিয়া, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, মো. আলামিন ভূইয়া প্রমুখ।

Manual1 Ad Code
Manual7 Ad Code