Sharing is caring!

সিলেট ডেস্ক:
সিলেট জেলা প্রশাসক শের ই মাহবুব মুরাদ বলেছেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের উৎপাদিত পন্য বাজারজাত করণে অনলাইনভিত্তিক প্রচার প্রসার বাড়াতে হবে। পন্যের গুণগত মান বৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের চাহিদা, রুচির পরিবর্তন সম্পর্কে উদ্দ্যোক্তাদের আরও সচেতন হতে হবে। পণ্যের গুণগতমান বৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করতে হবে। সমাজসেবা বিভাগের উপকার ভোগিদের পণ্য বিক্রয়ের জন্য শোরুম এর ব্যবস্থাসহ ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে তৃতীয় পক্ষ সুযোগ নিতে না পারে।
বুধবার (৩০ জুলাই) সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় ফেইজ) এর সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রশাসক শের ই মাহবুব মুরাদ কথাগুলো বলেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রফিকের সভাপতিত্বে এবং সহকারি পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওসমানীনগর উপজেলা সমাজসেবা অফিসার জয়তি দত্ত। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় সহকারী পরিচালক রফিকুল হক , সরকারি শিশু পরিবার (বালক) এর উপ-তত্ত্বাবধায়ক আবদুল মুনতাকিন, বিশ্বনাথ উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, যুব একাডেমি সিলেট এর সভাপতি ফয়সাল আহমদ, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম অফিসার জামিল আহমদ নোমান, উপকারভোগী নাজমীন আক্তার প্রমুখ।
সেমিনারে উপস্থিত ছিলেন প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত এ ইলাহী, শহর সমাজসেবা অফিসার শাহিনুর আলম, বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা অফিসার অনুজ চক্রবর্তী, জকিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভুষন দাস, কানাইঘাট উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিলানী, গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওসার, বালাগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার জুয়েল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা জনি রঞ্জন দে, কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবু সাইদ মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা অফিসার আয়েশা আক্তার বৃষ্টি, রায়নগর শিশু পরিবার (বালিকা) এর উপ-তত্ত্বাবধায়ক জাহানারা বেগম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা অফিসার মুনতাকা চৌধুরী, ছোটমনি নিবাস এর উপ-তত্ত্বাবধায়ক লাকী পুরকায়স্থ, শিশু কিশোরী হেফাজত নিরাপদ আবাসন কেন্দ্র এর উপ-তত্ত্বাবধায়ক রূপক দেব প্রমুখ।