Sharing is caring!

মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃ
বিমান দূর্ঘটনায় নিহত ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজের শিক্ষিকা নীলফামারীর জলঢাকা বগুলাগাড়ী চৌধুরী পরিবারের সন্তান,প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ভাতিজি, মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন স্হানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) শেষ বিকেলে জলঢাকা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মোনাজাতে অংশ গ্রহণ করেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব জলঢাকা’র সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন,সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, সহ-সভাপতি হাসিবুল ইসলাম মিতু, মাহাদী হাসান মানিক, অর্থ সম্পাদক সানোয়ার হোসেন বাদশা, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান,সদস্য রমজান আলী এছাড়াও রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, রিপোটার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মানিক,সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলন,সাংবাদিক নোমানসহ অনেকে।