আজ বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কাপাসিয়া নির্বাচন কমিশনের জরুরি সভা অনুষ্ঠিত 

editor
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৫, ০৪:০৪ অপরাহ্ণ
কাপাসিয়া নির্বাচন কমিশনের জরুরি সভা অনুষ্ঠিত 

Sharing is caring!

আকরাম হোসেন হিরন,কাপাসিয়া( গাজীপুর) প্রতিনিধিঃ
কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসে আয়োজনে সম্পূরক ভোটার তালিকা ও কর্তনযোগ্য মৃত ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শন  ও  ভুল ত্রুটি   সংশোধন বিষয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের হল রুমে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নুরুল আমিন।
বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদ,উপজেলা  সিনিয়র মৎস্য অফিসার ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আশরাফ উল্লাহ, কাপাসিয়া প্রেসক্লাব সভাপতি এফ এম কামাল হোসেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, আলমগীর হোসাইন, মনির হোসেন, তাসলিমা আকতার, নির্বাচন অফিসে শামসুদ্দিন প্রধান প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদ জানান,কাপাসিয়া উপজেলার ২০২৫ সালের হালনাগাদ ব্যক্তির  নাম অন্তুভুক্ত করা,মৃত্যুজনিত অযোগ্য ব্যক্তির নাম কর্তন,ভোটার তালিকা স্থানান্তর   বিনামূল্যে দরখাস্ত দাখিলের শেষ তারিখ ২১ আগষ্ট। কাপাসিয়া উপজেলায় ২০২৫ সালে ১৬৪২৪ জন ভোটার তালিকাভুক্ত হয়েছেন।