আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় প্রবাসী মিঠুর মানবিক সহায়তার  খাদ্য সামগ্রী বিতরণ 

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ণ
বাঘায় প্রবাসী মিঠুর মানবিক সহায়তার  খাদ্য সামগ্রী বিতরণ 

Sharing is caring!


Manual6 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় ভারি বৃষ্টিতে জলাবদ্ধ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী- চাল, ডাল, মুড়ি বিতরণ করেছেন, রাজশাহী ৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী, আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মিঠুর পক্ষ থেকে সেগুলো বিতরণ করেছেন মিঠুর পিতা অসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম ওরফে হায়দার আলী। আমিনুল ইসলাম মিঠুর বাড়ি বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে।
শনিবার  (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর মিঞা পাড়া,ক্ষুদিছয়ঘটি গ্রামের খা পাড়া ও হিজলপল্লী গ্রামের একশ’র অধিক পরিবারের মাঝে মানবিক সহায়তার খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
মিঠুর পিতা হায়দার আলী বলেন, আগে থেকেই তার ছেলে মিঠু মসজিদ,মাদ্রাসা,এতিমখানাসহ দুঃস্থদের সহায়তা করে আসছেন। মানুষের কল্যাণে তার সহায়তার হাত আরো প্রসারিত হোক, এ কামনা করে  বেগম খালেদা জিয়া,তারেক রহমানসহ ছেলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।  দেশের স্বার্থে,মানুষের কল্যাণে আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রবীণ নেতা আব্দুল লতিফ মিঞা।
তিনি বলেন,বিএনপি সব সময় উন্নয়ন কর্মকান্ডে বিশ্বাসী। তারেক রহমানের নের্তৃত্বে তার বাস্তবায়ন করতে হবে।
বাজুবাঘা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সেক্রেটারি জামবার আলী বলেন, আমিনুল ইসলাম মিঠু সৎ, যোগ্য দানশীল ব্যক্তি। দলীয় মনোনয়ন পেলে এলকাবাসির প্রত্য্যাশা পূরণসহ  সমাজ সেবা মূলক কাজে আরো বেশি সক্রিয় হবেন বলে প্রত্যাশা করছি। চন্ডিপুর বাজার মসজিদ কমিটির সাবেক সভাপতি পল্লী চিকিৎসক ছমির উদ্দীন  ও ফরিদ উদ্দীন বলেন,মিঠুর নিজের অর্থায়নে মসজিদের দ্বিতীয় তলার কাজ সম্পন্নসহ ও টাইলস আইপিএস দিয়েছেন। তাদের পরিবারের দান করা সম্পত্তিতে মসজিদটি গড়ে তোলা হয়েছে। তাদের প্রত্যাশা মিঠু সবসময় মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে। এসময় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম মিঞা, বিএনপির ওয়ার্ড সভাপতি সাবাজ আলী,যুবদলের ওয়ার্ড সভাপতি  মামুন হোসেন,আব্দুল হামিদ মিঞাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
মুঠোফোনে যোগাযোগ করলে মিঠু বলেন, আমি বিএনপির দল থেকে মনোয়ন প্রত্যাশী। তবে শুধু মনোনয়ন পাবার জন্যই নয়, নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে আগেও  অসহায় দুস্থ মানুষ ও সামাজিক কর্মকান্ডে পাশে ছিলেন আগামীতেও থাকবেন। এছাড়াও  অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
Manual1 Ad Code
Manual2 Ad Code