আজ বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলসহ যোগ্যদের চাকরির দাবিতে মানববন্ধন

editor
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ণ
বাঘায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলসহ যোগ্যদের চাকরির দাবিতে মানববন্ধন

Sharing is caring!

Manual5 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
“চাকরিচ্যুত বৈধ কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল, ব্যাংকের নীতিমালা অনুযায়ী যোগ্য প্রার্থীদের নিয়োগ ও এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে কথিত অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংক বাঘা শাখার বিনিয়োগ গ্রাহক ও একাউন্ট হোল্ডারসহ স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে তারা এসব দাবি করেছেন।
সোমবার (৬ অক্টোবর ) বাঘা জিরোপয়েন্ট এলাকায় ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন,“২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত  এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়া হয়েছে।
এতে বৈধ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছে, যা ব্যাংকের নীতিমালার পরিপন্থী।” ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও সুনাম রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তারা আরও বলেন,“চাকরিচ্যুত বৈধ কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল  এবং ভবিষ্যতে যোগ্য প্রার্থীদের ব্যাংকের নীতিমালা অনুযায়ী নিয়োগ দিতে হবে।”
উপস্থিত ছিলেন—বিনিয়োগ গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী তারিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, একাউন্ট হোল্ডার শাহাদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মহসিন আলী, জাহাঙ্গীর হোসেন, গার্মেন্টস ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক জিবরাইল, আব্দুল খালেক, আমিনুল ইসলাম ও ব্যবসায়ী রুবেল আলী প্রমুখ।
Manual1 Ad Code
Manual4 Ad Code