Sharing is caring!
মোঃ ওবায়দুল হক মিলন,সুনামগঞ্জ:
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় সওজ এর কার্যালয়ে সড়ক ও জনপদ সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ ওবায়দুল হক মিলনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ মনি,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর, প্রচার সম্পাদক ফয়জুর রহমান সজীব, সক্রিয় সদস্য ওবায়দুল মুন্সী, মাইনুদ্দিন, আব্দুল বাছির, শফিউল আলম,মোস্তাফিজুর রহমান, আবু হুরায়রা ফাহিম, দবির মিয়া, সুফি আলম প্রমূখ।
মতবিনিময়কালে সড়ক ও জনপদ সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, দুর্ঘটনামুক্ত সড়ক প্রতিষ্ঠার জন্য নিসচা দীর্ঘদিন থেকে যেভাবে কাজ করে যাচ্ছে সত্যি তা প্রশংসার দাবি রাখে। ইঞ্জিনিয়ারিং, এডুকেশন ও ট্রাফিক আইন এই বিষয়কে সমন্বয় করতে পারলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। সড়ক ও জনপদ বিভাগ সড়কের অবকাঠামো ঠিক রাখতে ইঞ্জিনিয়ারিং বিভাগকে আরো গুরুত্ব সহকারে প্রাধান্য দিচ্ছে। সড়কে ট্রাফিকের চাপ কমানো জন্য বিকল্প ব্যবস্থা গ্রহন করতে হবে। এসময় নিসচা সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা সুনামগঞ্জ জেলার বিভিন্ন জরাজীর্ণ রাস্তা অতি দ্রুত মেরাতম এবং সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্কুল ও কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপনের জোর দাবি জানান। পাশাপাশি মহাসড়কে অবৈধ স্থাপনা, গাড়ি স্ট্যান্ড সরানোর দাবি ও জানান।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আগামী ২০ অক্টোবর সকালে সুনামগঞ্জের স্কুল/কলেজে জেলা শাখার উদ্যোগে ও সওজ এবং বিআরটিএ এর সহযোগিতায় সড়ক দুর্ঘটনার উপর বিভিন্ন সচেতনতামূল লিফলেট বিতরণ করা হবে।