Sharing is caring!
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত তিনটি ইউনিয়নে পৃথকভাবে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বেলা ৩.০০টায় পাকুটিয়া ইউনিয়ন যুব দায়িত্বশীল সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. জাহিদুর ইসলাম। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত সভাপতি মো. হুমায়ুন কবির।
বিকাল ৪.২০ মিনিটে মোকনা ইউনিয়ন যুব দায়িত্বশীল সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. সুজন শিকদার,এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রুহুল আমীন।
সন্ধ্যা ৫.৪০ মিনিটে মামুদনগর ইউনিয়ন যুব দায়িত্বশীল সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি কাউছার আলম। এ সময় টাঙ্গাইল-৬ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ, আসন পরিচালক মির্জা রাশিদুল হাছান জুয়েল, উপজেলা আমীর মাওলানা রফিকুল, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম এবং ইউনিয়ন জামায়াত সভাপতি মাসুদ হাসান উপস্থিত ছিলেন।
উক্ত তিনটি যুব দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি কাজী আদনান এবং সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী।
এ সময় ইউনিয়ন সকল যুব দায়িত্বশীলরা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা যুব নেতৃত্বের দায়িত্বশীলতা, সংগঠনের কার্যক্রম এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতি দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব দেন। তারা আরও বলেন, একটি সুষ্ঠু ও কার্যকরী যুব নেতৃত্ব গঠনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
সম্মেলন শেষে মামুদনগর বাজারে সকল শ্রেণীর নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। এ সময় আসন পরিচালক, উপজেলা জামায়াতের আমীর, সেক্রেটারি সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।