বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঝুলন রানী দেব, সহকারী শিক্ষক আব্দুল মান্নান, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৈমুর হোসাইন, নয়াবাজার আহমদীয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মনছুর রশিদ পলাশ, বাছিরপুর কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সাইফ, ডাক্তার মুহাম্মদ শামীম, দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা: জহুরা ইয়াসমিন, আয়েশা বেগম, রেহানা আইয়ুব, সেবিকা রানী দেব, সাজেদা খাতুন, মোছা: জাহানারা ইয়াসমিন, আকলিমা আক্তার, নাজমা আক্তার, পারভীন বেগম, শ্রাবনী চৌধুরী। এ অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক
মুহাম্মদ নুরুল আমীন সরকার।
উক্ত অনুষ্ঠানে দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক চূড়ান্ত ফলাফল প্রকাশের পর ৮১ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কাররূপ ক্রেস্ট প্রদান করা হয়। মা সমাবেশে প্রায় ৩ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।