আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ এবং প্রশাসনে কোন রাজনৈতিক দলীয় করন চলবে না, জলঢাকার সমাবেশে- ভিপি নুর 

editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ০৭:০৭ অপরাহ্ণ
পুলিশ এবং প্রশাসনে কোন রাজনৈতিক দলীয় করন চলবে না, জলঢাকার সমাবেশে- ভিপি নুর 

Sharing is caring!

Manual8 Ad Code
মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের সভাপতি (জিওপি) ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন,পুলিশ এবং প্রশাসনে কোন রাজনৈতিক দলীয় করন চলবে না। পুলিশ প্রশাসন চলবে দক্ষতা এবং পেশাদারিত্বের ভিত্তিতে। আর জনগণের প্রতি কমিটেড থেকে তারা কাজ করবে।
২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মানে নীলফামারীর জলঢাকায় উপজেলা গণঅধিকার পরিষদ, যুব ও ছাত্র অধিকার পরিষদের আয়োজনে শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি তাইজুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন,
গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও দলীয় মুখমাত্র ফারুক হাসান, সহ-প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক সোহাগ হোসাইন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হানিফ খান সজিব, রংপুর বিভাগীয় সমন্বয়ক ও গণঅধিকার পরিষদ নেতা মাসুদ রানা মোন্নাফ, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বাধীন ইসলাম,ছাত্র অধিকার পরিষদের সভাপতি নুরনবিসহ অনেকে।
Manual1 Ad Code
Manual8 Ad Code