আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫, ০৬:২৪ অপরাহ্ণ
মাদারীপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

oppo_0

Sharing is caring!

Manual1 Ad Code

রাকিব হাসান, মাদারীপুর প্রতিনিধি

বাংলাদেশ জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী  শ্রমিক দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (২০ জানুয়ারি) রাতে খোয়াজপুর ইউনিয়ন শাখার শ্রমিক দলের আয়োজনে পখিরা টোলপ্লাজায় এই কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতেই  শ্রমিক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভায় অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

সভায়  সদর উপজেলা শাখার শ্রমিক দলের আহবায়ক  মোঃ সেলিম মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান,জেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক মোঃ ইউনুছ শিকদার, জেলা শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন নপ্তি,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আকমাল খান,খোয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজ্বী জাহাঙ্গীর ফকির,সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল মুন্সী, সদর উপজেলার শ্রমিক সদস্য সচিব মোঃ জাকির হোসেন উল্লাহসহ জেলা-উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শ্রমিক দলের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করে। বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বিভিন্ন ভাবে জেল-জুলুম অত্যচার করেছে। তারপরেও শ্রমিক দলকে দমিয়ে রাখতে পারে নাই। আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার সরকারকে পতন করতে সক্ষম হয়েছে। ছাত্রলীগ তার কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ হয়েছে। দেশের মানুষের গণতন্ত্র ও ভোট অধিকার হরণ করেছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার।  তাদেরও রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। তা হলেই সাধারণ মানুষ ভোটাধিকার ফিরে পাবে।

Manual1 Ad Code
Manual5 Ad Code