আজ শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ধরাছোঁয়ার বাইরে বহুল আলোচিত পিতা হত্যা মামলার প্রধান আসামী

editor
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৫, ০১:৪৯ অপরাহ্ণ
মৌলভীবাজারে ধরাছোঁয়ার বাইরে বহুল আলোচিত পিতা হত্যা মামলার প্রধান আসামী

Sharing is caring!

Manual8 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজার সদর উপজেলায় ছেলে ও মেয়ের হাতে পিতার খুনের বহুল আলোচিত হত্যা মামলার প্রধান আসামি  মুন্না মিয়া (২২) ও ছাবিনা বেগম (৪২) এখনো ধরাছোঁয়ার বাইরে। গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রশাসন।
ঘটনার পরপরই মেয়ে জান্নাতুল ফেরদৌস মুন্নিকে (২০) বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার মূল আসামী সদর উপজেলার শ্যামেরকোনা গ্রামের বাগেরঘর এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে, মেয়ে ও স্ত্রী ছাবিনা বেগম।
মামলার এজাহারে জানাযায়, মৃত মুসলিম মিয়ার স্ত্রী ছাবিনা বেগম ৩ বছর ধরে আয়-রোজগার করার জন্য সৌদি আরব বসবাস করছিলেন। গত ৬ মাস আগে দেশে আসলেও তিনি আবারও সৌদি আরব যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় স্বামী মৃত: মুসলিম মিয়া তাকে বিদেশ যেতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। ঘটনার তিনদিন পূর্বে স্ত্রী ছাবিনা বেগম পরিবার ছেড়ে ঢাকায় চলে যান এবং গত ৫ এপ্রিল ছেলে ও মেয়ে মিলে পিতা মুসলিম মিয়াকে মারপিট জখম করে। হাসপাতালে নেওয়ার পথে মুসলিম মিয়া মৃত্যুবরণ করেন।
ঘটনার দিন (৫ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় তাদের নিজ ঘরে আসামিরা শাবল, লোহার রড দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরবর্তীতে ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় মুসলিম মিয়ার মৃত্যু হয়। গত ৬ এপ্রিল ২০২৫ইং মৌলভীবাজার মডেল থানায় মৃত মুসলিম মিয়ার বড়ভাই আব্দুল মতলিব বাদী হয়ে মুসলিম মিয়ার ছেলে, মেয়ে ও স্ত্রী ছাবিনা বেগম ৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে। এ বিষয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং ১৩/১০৪, তারিখ ০৬/০৪/২০২৫ইং ও ধারা ৩০২/১০৯ পেনাল কোড। মামলার পর থেকে পলাতক রয়েছে ওই প্রধান আসামী।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  গাজী মো: মাহবুবুর রহমান বলেন, তাদেরকে গ্রেফতার প্রক্রিয়ায় পুলিশ তৎপর রয়েছে।
Manual1 Ad Code
Manual8 Ad Code