আজ বৃহস্পতিবার, ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনে প্রশাসন কঠোর অবস্থানে

editor
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনে প্রশাসন কঠোর অবস্থানে

Sharing is caring!

তিমির বনিক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার (২৭শে আগস্ট) উপজেলার অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি), শ্রীমঙ্গল এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আশিদ্রোন ইউনিয়নের গোপলাছড়া বালুমহালের তফসিলভুক্ত এলাকা পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ইজারাদারকে বালুমহালের তফসিল বহির্ভূত এলাকা এবং মতিগঞ্জ ব্রিজের আশেপাশের নির্দিষ্ট দূরত্বের মধ্যে বালু উত্তোলন না করার জন্য কঠোরভাবে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। পাশাপাশি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মেনে বালু উত্তোলনের নির্দেশনা মেনে উত্তোলনের জন্য কঠোর বার্তা দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) স্পষ্ট করে সতর্ক করেন, এ নির্দেশনা অমান্য করলে ইজারাদারের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্রে জানিয়েছে, এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।