আজ বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আগেবাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানাল দিল্লি

editor
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:৫২ অপরাহ্ণ
আগেবাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানাল দিল্লি

Sharing is caring!


Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে সাম্প্রতিক নিরাপত্তা হুমকি এবং বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক নেতার উসকানিমূলক ভারত-বিরোধী বক্তব্যের ‘কূটনৈতিক প্রতিবাদ’ জানাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার (১৭ ডিসেম্বর) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ-কে তলব করেছে।

এই তলবের ঘটনা ঘটল এমন এক প্রেক্ষাপটে, যখন জুলাই ঐক্য নামের একটি সংগঠন বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও করার ঘোষণা দিয়েছে। এই কারণে ঢাকায় কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Manual6 Ad Code

তিনদিন আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Manual5 Ad Code

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে ‘ক্রমশ অবনতির দিকে যাওয়া’ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা হাই কমিশনার হামিদুল্লাহ-কে অবহিত করা হয়েছে।

Manual3 Ad Code

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “বিশেষ করে কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যারা ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনের চারপাশে নিরাপত্তা সংকট সৃষ্টির পরিকল্পনার ঘোষণা দিয়েছে।”

ভারত জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনার পটভূমিতে চরমপন্থী গোষ্ঠীগুলি যে ‘ভ্রান্ত বয়ান’ তৈরি করার চেষ্টা করছে, তা ভারত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।

বিবৃতিতে আরও বলা হয়, “দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করেনি এবং সংশ্লিষ্ট ঘটনাগুলি সম্পর্কে ভারতের সঙ্গে কোনও অর্থবহ প্রমাণও ভাগ করে নেয়নি।”

গত বেশ কিছুদিন ধরেই ভারত ও বাংলাদেশ সরকার মধ্যে বিবৃতির যুদ্ধ চলছে, তারা একে অন্যের রাষ্ট্রদূতকেও হামেশাই তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ জানাচ্ছে।তথ্য সুএঃ বিবিসি বাংলা

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code