আজ মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত–বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য গুলিবিদ্ধ

editor
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫, ০৮:১২ অপরাহ্ণ
ভারত–বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য গুলিবিদ্ধ

Sharing is caring!

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

ভারতের ত্রিপুরায় ভারত–বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলির উৎস জানা যায়নি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বিএসএফ একজন সদস্যের নাম বিপিন কুমার। তার বয়স ৩৫ বছর। তিনি বিএসএফ ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য।

জানা যায়, আজ সকালে টহল দেওয়ার সময় হঠাৎ পেছন থেকে দুইটি গুলি তার গায়ে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে বিপিন কুমার মাটিতে লুটে পড়েন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী সাংবাদিকদের জানান, ওই সদস্যের শরীরে আগ্নেয়াস্ত্রের দুইটা জখম পেয়েছেন তারা। তার অবস্থা ক্রিটিক্যাল, তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা মোটামুটি স্থিতিশীল হয়েছে।

বর্তমানে জিবি হাসপাতালে আহত সদস্যের চিকিৎসা চলছে।

বিএসএফের স্থানীয় দপ্তর বা দিল্লিতে সদর দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Manual6 Ad Code

তবে বিএসএফকে লক্ষ্য করে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

 

Manual3 Ad Code

 

তথ্য সুএঃ ইত্তেফাক 

Manual5 Ad Code

তথ্য সু ইত্তেফাকভারত–বাংলাশ সমান্তে বিএসএফ সদস্য গুলিবি

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code