আজ মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসবেন জয়শঙ্কর

editor
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫, ০৭:৩১ অপরাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসবেন জয়শঙ্কর

Sharing is caring!

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

Manual6 Ad Code

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মঙ্গলবার (৩০ ডি‌সেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জয়শঙ্ক‌রের ঢাকা সফরের বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত সরকার ও সে দেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেই উদ্দেশ্যে তিনি বুধবার ঢাকা সফর করবেন।

Manual3 Ad Code

অপরদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও আগামীকাল বুধবার বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকা পৌঁছাবেন। এছাড়া, খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীরও ঢাকায় আসার কথা রয়েছে। আন্তর্জাতিক এই প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Manual5 Ad Code

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি জটিলতাসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে তিনি দীর্ঘ দিন ধরে ভুগছিলেন। চিকিৎসকরা তার অবস্থাকে অত্যন্ত জটিল হিসেবে বর্ণনা করেছিলেন এবং গত ৩৮ দিন ধরে তিনি হাসপাতালের সিসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন।

অবশেষে টানা ৩৮ দিনের লড়াই শেষে আজ মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে এই কিংবদন্তি রাজনীতিবিদের বয়স হয়েছিল ৮০ বছর। তার এই প্রয়াণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি দীর্ঘ এবং আপসহীন অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাল।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code
Manual6 Ad Code