আজ শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে চলছে বিক্ষোভ

editor
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪, ০৪:২৬ অপরাহ্ণ
চিন্ময়  ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে চলছে বিক্ষোভ

Sharing is caring!

টাইমস নিউজ 

 

ঢাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে চলছে বিক্ষোভ । হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডিবি কার্যালয়ে সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন ভক্তরা।

সরেজমিন দেখা যায়, সনাতনী জাগরণ মঞ্চের অর্ধশতাধিক ব্যক্তি ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন। সেখান থেকে তাঁরা শাহবাগে অবস্থান নেবেন বলে জানিয়েছেন। একইভাবে গ্রেপ্তারে খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের জামালখানে তাঁর অনুসারীরা জড়ো হন। সন্ধ্যা ৭টা পর্যন্ত তাঁরা বিক্ষোভ করেন।

সম্মিলিত সনাতন জাগরণ জোট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে সারাদেশে জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশের আহবান জানায়।

চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত সনাতন জাগরণ জোট। সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে নগরীর চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। সন্ধ্যা ৬টার পর থেকে চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ থেকে চিন্ময় প্রভুর মুক্তি দাবি তোলা হয়।

এ সময় চেরাগী পাহাড় ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তাদের দাবি শান্তিপূর্ণ আন্দেলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চিন্ময় প্রভুকে আটক করা হয়েছে।

এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘চেরাগীতে সনাতন ধর্মালম্বীদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক রয়েছে পুলিশ।’