আজ শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সশস্ত্র এই ইমানী জোশ

editor
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ণ

Sharing is caring!


Manual4 Ad Code

মামুন জামিল

Manual6 Ad Code

পাষাণ সীমার চালিয়ে ছুরি হয়নি কভু ক্ষান্ত রে
হোসাইন যখন শহীদ হলেন কারবালার ঐ প্রান্তরে!
রক্ত জোয়ার বইয়েছিল ফোরাত নদীর কূলটাতে
তবু তিনি দেননি সাড়া ইয়াজিদের ভুলটাতে !
বিশ্ব জানে ইসলামের সেই শোকাহত ইতিহাস
তোমরা কি আজ ভিন্ন রূপে করলে তাহার পরিহাস?
এক আল্লার বান্দা এবং নবীর উম্মত দাবিদার
আপন ভাইয়ের রক্ত মেখে কীসে দেখাও অহংকার ?
শেষ বিচারে সামনে খোদার কিয়ামতের ঐ ময়দানে
‘সাদপন্থী’ না ‘জুবায়ের’ তুই কাজ হবে কি জয়গানে?
মারলে যাদের, মরলো যারা কোন কিসিমের মৃত্যু তাঁর?
শহীদী না এমনি মরণ তোর হাতে কি তার বিচার?
তবে কি আজ বিক্রিত সব স্বার্থবাজের বাজারে
সশস্ত্র এই ইমানী জোশ, মাঠ দখলের সাজারে ?
নাকি বসে নাড়ছে কাঠি চতুর কোনো কারিগর
ইয়াজিদ কিংবা হাল জামানার ফেরাউনের বংশধর?

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code