আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ

editor
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ণ

Sharing is caring!

Manual2 Ad Code

টাইমস নিউজ 

Manual2 Ad Code

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। বেলা ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু হবে।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার টি-টোয়েন্টিতে মাঠে নামছেন বাংলাদেশের মেয়ারা। এখানেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান নিগার সুলতানা জ্যোতিরা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, অবশ্যই সিরিজ জেতার চিন্তা থাকবে। এখন আমরা অন্যরকম এক ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে।

Manual7 Ad Code

তিনি বলেন, আমি অনেক বেশি ইতিবাচক। আত্মবিশ্বাসী আছি, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমাদের এমন একটা দল যে, যারা সম্মিলিত পারফর্ম করলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। নেমেই জিতে যাব, তা কিন্তু নয়। ভালো ক্রিকেট খেলতে হবে।

Manual6 Ad Code

বাংলাদেশ স্কোয়াড—

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।

রিজার্ভ: দিশা বিশ্বাস, শামিমা সুলতানা ও শারমিন সুলতানা।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code