আজ বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন ইলন মাস্ক

editor
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন ইলন মাস্ক

Sharing is caring!

Manual5 Ad Code

বাক স্বাধীনতার প্রসারে অবদান রাখায় চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য ধনকুবের ইলন মাস্ককে মনোনীত করেছেন ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য।

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহীকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বিবেচনায় নিতে নরওয়ের নোবেল কমিটির কাছে করা আবেদন গৃহীত হয়েছে, বলেছেন ব্র্যাঙ্কো গ্রিমস নামের এই স্লোভেনীয় রাজনীতিক।

Manual7 Ad Code

বাক স্বাধীনতা ও শান্তির মতো মৌলিক মানবাধিকারে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে, বলেছেন তিনি।

Manual3 Ad Code

এনডিটিভি জানিয়েছে, মাস্কের জন্য করা আবেদন গ্রহণ করে নরওয়ের নোবেল কমিটি যে ফিরতি ইমেইল পাঠিয়েছে গ্রিমস তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ারও করেছেন।

ওই ইমেইলে বলা হয়েছে, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা পড়েছে।

Manual7 Ad Code

এ কাজে যারা তার সঙ্গে যুক্ত ছিলেন তাদের ও সহ-প্রস্তাবকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন গ্রিমস।

গত ডিসেম্বরেও ইউরোপীয় পার্লামেন্টের এ সদস্য বলেছিলেন, বাকস্বাধীনতার পক্ষে দাঁড়ানোর জন্য মাস্ক নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।

Manual3 Ad Code

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতেও নরওয়ের সাংসদ মারিয়াস নিলসেন নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনীত করেছিলেন।

তাতেও অবশ্য শিঁকে ছেড়েনি বিশ্বের শীর্ষ এ ধনীর, শেষবার এই শান্তি পুরস্কার গেছে হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ভুক্তভোগীদের একটি সংগঠনের ঘরে।

Manual1 Ad Code
Manual4 Ad Code