আজ শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পরীমনির নতুন প্রেম

editor
প্রকাশিত মার্চ ৭, ২০২৫, ০৩:০৭ অপরাহ্ণ
পরীমনির নতুন প্রেম

Sharing is caring!

Manual6 Ad Code

টাইমস নিউজ 

ছাড়াছাড়ি হয়েছে চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে, এরই মধ্যে শুরু হয়েছে গুঞ্জন।
নতুন করে কি  প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরীমনি ?

Manual4 Ad Code

ঢালিউডের আলোচিত এই তারকা অভিনয়ে নৈপুণ্যের চেয়ে প্রেম কিংবা ভালোবাসার সম্পর্কে জড়ানোর কারণে বরাবরই বেশি আলোচিত।

গত বুধবার রাতেও তেমনি এক ঘটনায় আবার আলোচনায় পরীমনি।

নিজের ফেসবুক পেজে একটি স্থিরচিত্র পোস্ট করেন পরীমনি। একই স্থিরচিত্র আজ শুক্রবার নিজের ফেসবুক আইডির কভার ফটো করেছেন পরীমনি। ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে….আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…।’ পরীমনির এমন পোস্টের পর ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের বুঝতে বাকি নেই, এই আলোচিত তারকা আবার প্রেমে মজেছেন।

Manual2 Ad Code

 

সবার একটাই কথা, তাহলে পরীমনির নতুন এই প্রেমিক কে? নতুন প্রেমিকের খোঁজ নিতে গিয়ে জানা যায়, সে আর কেউ নন, পরীমনির জামিনদার তরুণ গায়ক শেখ সাদী। হাতে থাকা ঘড়ির কারণে সেই মানুষটির পরিচয়টা সামনে এসেছে। কারণ হিসেবে, তরুণ গায়ক শেখ সাদীর ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমনি যার বুকে মাথা রেখেছেন, সেই মানুষটির হাতঘড়ির মিল পাওয়া গেছে। তা ছাড়া এই দুই তারকার কাছের একাধিক সূত্র জানিয়েছে, পরীমনি নতুন করে প্রেমে মজেছেন শেখ সাদীর। তাঁরা দুজনে একসঙ্গে মনের আনন্দে ঘুরে বেড়ানও। প্রেমিক সাদীকে পেয়ে পরীমনিও বেশ ফুরফুরে মেজাজে আছেন।

Manual5 Ad Code

মাসখানেকের বেশি সময় ধরে শোনা যাচ্ছিল, শেখ সাদীর সঙ্গেই পরীমনি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। যে কারণে ভক্তরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন। রহস্যময় স্থিরচিত্রটি পোস্ট করার পর থেকেই ফেসবুকে বিভিন্ন গ্রুপ, পেইজে নেটিজেনরা শেখ সাদী ও পরীমনির ‘ভাইরাল’ সেই ছবি নিয়ে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন। কেউ লিখেছেন, শেখ সাদীকে আর আড়ালে রাখতে পারলেন না পরীমনি। কেউ আবার পরীমনি-সাদীর প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন। নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার লিখেছেন, ভালোবাসা বেঁচে থাকুক ভালোবাসায়।
পরীমনির পোস্ট করা সেই স্থিরচিত্রে আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রিঅ্যাকশন পড়েছে ৯০ হাজারের বেশি। মন্তব্য এসেছে ২৭ হাজারের কাছাকাছি এবং শেয়ার হয়েছে পাঁচ শতাধিক। পরীমনি এর আগেও একাধিকবার শেখ সাদীকে কৌশলে সবার সামনে পরিচয় করিয়েছেন। ফেসবুক পোস্ট, ভিডিওতে নানাভাবে সাদীকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

নাটক দিয়ে শুরুটা হলেও পরীমনি চলচ্চিত্রে কাজ করে আলোচনায় আসেন। অভিনয়জীবনের শুরুতেই ৩০টির বেশি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে সবাইকে চমকে দেন এই তারকা। তবে চুক্তিবদ্ধ হওয়া সেসব ছবির অনেকগুলোর কাজ চুক্তিসই পর্যন্ত ছিল। গত ১০ বছরের অভিনয়জীবনে দুই ডজনের বেশি ছবিতে কাজ করেছেন। এক ‘স্বপ্নজাল’ ছাড়া পরীমনির জীবনে মনে রাখার মতো কোনো চলচ্চিত্র আসেনি বলেও মত দিয়েছেন চলচ্চিত্র–সংশ্লিষ্টরা। ভালো মানের একাধিক চলচ্চিত্রে সুযোগ পেলেও অভিনয়ে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। অভিনয় দিয়ে সেই অর্থে আলোচনায় না এলেও ব্যক্তিগত জীবন বরাবরই পরীমনিকে রেখেছে তুমুল আলোচনায়।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code