আজ সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে গ্রেপ্তার হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট শাখার আহ্বায়ক

editor
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ০৫:৫০ অপরাহ্ণ
যে কারণে গ্রেপ্তার হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট শাখার আহ্বায়ক

Sharing is caring!

Manual5 Ad Code

টাইমস নিউজ 

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় দায়ের করা এ মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আক্তার হোসেনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

Manual1 Ad Code

রবিবার (২৩ মার্চ) ভোরে সিলেট সদর উপজেলার আউশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

গ্রেফতার আক্তার হোসেন আউশা এলাকার আব্দুল মুনিরের ছেলে।

Manual7 Ad Code

জানা যায়, এর আগে শনিবার (২২ মার্চ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখা নগরীর একটি অভিজাত কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুবুর রহমান শান্তসহ কয়েকজন আহত হন।

Manual4 Ad Code

পরে এ ঘটনায় মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় আহত শান্ত বাদী হয়ে পাঁচা জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘এনসিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় মাহবুবুর রহমান শান্ত নামে একজন মামলা দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে ভোরে অভিযান চালিয়ে আক্তার নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি ওই মামলার এজাহারে তিন নম্বর আসামি।’

Manual1 Ad Code
Manual5 Ad Code