মোঃ ওবায়দুল হক মিলন, রাজনগর প্রতিনিধি:
৬ নং টেংরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদির মুতালিব রাজনগর গনেশপুর এলাকায় ইটভাটা তৈরির কাজ শুরু করলে এলাকাবাসী এবং যুব সমাজ এর প্রতিবাদে ১৫/০৭/২০২৪ ইং তারিখে রাজনগর থানার সামনে এক মানববন্ধনের আয়োজন করেন। এখানে উল্লেখ্য যে,আব্দুল কাদির মুতালিব অবৈধভাবে ইটভাটাটি ঘনবসতি পূর্ণ প্রাথমিক স্কুল এর পাশে তৈরি করছিলেন। উক্ত মানববন্ধনে বক্তব্য দেন সমাজ সেবক অমিত দেব, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিজয় দাশ, মোঃ সামছুল মিয়া,মোঃ কবির আলী ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সভাপতি মনোজ কুমার রায়, মুক্তিযোদ্ধা সুধাময় দাশ, এডভোকেট নিতিশ দাশ । উক্ত মানববন্ধনে সকলে অবিলম্বে এই ইটভাটা নির্মাণ বন্ধের দাবি তোলেন ।