Sharing is caring!

মোঃ ওবায়দুল হক মিলন, রাজনগর প্রতিনিধি:
শনিবার (১০ ডিসেম্বর ) রাত ২টার দিকে ঐতিহ্যবাহী টেংরা বাজারের “সুপ্তি ক্লথ স্টোরে” এই ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।এতে করে দোকানের ব্যাপক ক্ষতি হয়।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, সকাল ৮টার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি জানান, আগুনের খবর পেয়ে রাত ২টার কিছুটা পরে ঘটনাস্থলে পৌঁছান তারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে টেংরা বাজারে আগুন দেখা দেয়।
তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।