আজ বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে বোরো সমলয়ের চারা রোপনের উদ্বোধন  

editor
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৪, ০২:০৫ অপরাহ্ণ

Sharing is caring!

Manual6 Ad Code
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
মৌলভীবাজারের জুড়ীতে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো উফশী ধান সমলয় চাষাবাদের মাধ্যমে ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভুয়াই এলাকায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো সমলয়ের চারা রোপনের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কৃষিতে বিপ্লব ও স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে সকলকে আহবান জানান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান খান। উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম খানের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এবিএম জহিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের নেতা হাফিজ নাজমুল ইসলাম, আকমল হোসেন, মাওলানা শামছুল ইসলাম, প্রথম আলো জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম, স্থানীয় তবারক আলী, ইউপি সদস্য আজাদ মিয়া, সুরমান আলী, মাসুক মিয়া, আব্দুল আজিজ, হাসি রানী দাস প্রমুখ।
জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান খান। জানান, জুড়ীতে গত মাসের ১৭ তারিখে ট্রেতে বীজ বপন করা হয়। এক মাস বয়সী চারা আজকে রাইস ট্রান্সপ্লান্ট এর মাধ্যমে রোপনের কার্যক্রম শুরু হয়। সরকার খামার যান্ত্রিকীকরণ উৎসাহিত করার জন্য এই সমলয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেখানে একই সাথে একই জাতের বীজ যন্ত্রের মাধ্যমে বপন করা হয়, একই সময়ে যন্ত্রের মাধ্যমে চারা মূল বীজতলায় রোপণ করা হয় এবং  পরিপক্ক হলে কম্বাইন হারভেস্টার দিয়ে এই ধান কাটা হবে।
Manual1 Ad Code
Manual6 Ad Code