আজ মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

editor
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫, ০৪:১৯ অপরাহ্ণ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Sharing is caring!

Manual3 Ad Code
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার সাগরনাল ইউনিয়নের কলাবাড়ী বাজারে জুড়ী থানার আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকেলে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি তদন্ত জহিরুল হক, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, সাগরনাল ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতের সদস্য মোস্তাকিম আলী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুক আহমদ, যুবদল ইউনিয়ন শাখার আহ্বায়ক সামসুদ্দিন, কলাবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল বাছিত, আল ইক্বরা একাডেমির সভাপতি গিয়াস উদ্দিন, ইউপি সদস্য প্রদিব যাদব, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম কামাল, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ, আলাল আহমদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক শাহ আলম, সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হোসেন প্রমুখ।
 এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, দেশের জনগণের সেবা দিতে দিনরাত সব সময় পুলিশের দরজা খোলা রয়েছে। জনবান্ধব পুলিশের সেবা নিন, এলাকার অপরাধ ও অন্যায় কমিয়ে দিন। পুলিশের সঙ্গে জনগণের যাতে দুরত্ব সৃষ্টি না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে ।
তিনি আরো বলেন, এলাকার মানুষের শান্তিতে বসবাসে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই রোধ আর এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা একান্ত প্রয়োজন। মনে রাখবেন শান্তি-শৃঙ্খলা রক্ষা কারো একার পক্ষে সম্ভব নয়। সম্মিলিতভাবে সবারই এতে অংশগ্রহণ থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণ ও জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে।
Manual1 Ad Code
Manual3 Ad Code