আজ সোমবার, ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত ও সাবলম্বী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : কয়েস লোদী

editor
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ণ
প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত ও সাবলম্বী করতে  সম্মিলিতভাবে কাজ করতে হবে : কয়েস লোদী

Sharing is caring!

Manual8 Ad Code

উৎপল বড়ুয়া সিলেট প্রতিনিধি:

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত ও সাবলম্বী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিবন্ধী মানুষের মেধা ও দক্ষতা রয়েছে, তাদেরকে সহযোগিতার মাধ্যমে সুযোগ তৈরী করে দিলে তারাও অনেক দূর এগিয়ে যাবে। তিনি বলেন, অতীতে স্বৈরাচারের আমলে মানুষ সব ধরনের অধিকার থেকে বঞ্চিত ছিলেন, বর্তমানে স্বাধীনভাবে বসবাসের পাশাপাশি মানুষ তাদের মৌলিক অধিকার পাচ্ছেন। দেশের সকল নাগরিকদের মতো প্রতিবন্ধীদেরও সমান সুযোগ করে দিলে তারাও তাদের কাঙ্খিত গন্তব্যে পৌছতে পারবে। তিনি বলেন, করুণা নয়, বিত্তবানদের সম্পদে প্রতিবন্ধীদের হক রয়েছে। সেই দিকে গুরুত্ব দিয়ে সবাইকে প্রতিবন্ধীদের কল্যাণ ও জীবন মান উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।

তিনি মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয়ে জেলা প্রশাসন হতে প্রাপ্ত কম্বল প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থদের মধ্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র সহ-সাধারণ সম্পাদক দেওয়ান সালামত রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।

জিডিএফ’র সদস্য শারমীন আক্তার রেবা’র পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী আলমগীর হোসেন, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামছু, বাংলাদেশ ইক্যোয়ালিটি সোসাইটি’র নির্বাহী পরিচালক রোকসানা বেগম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাহমিনা আক্তার মৌমি।  উপস্থিত ছিলেন জিডিএফ’র সদস্য দিদার আহমদ, শিলন বেগম, শিক্ষক জয়দ্বীপ রায়, আফজাল শিকদার, মোহাম্মদ শাহজাহান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাদিয়া জান্নাত তালুকদার। অনুষ্ঠানে অতিথিবৃন্দদের সম্মানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তারা সিলেটের সর্বজনপরিচিত মরহুম রজব আলী খান নজিবের সফল কার্যক্রমের প্রশংসা করে বলেন, তাঁর হাতে গড়া মানব সেবামূলক প্রতিষ্ঠান জিডিএফ’র মাধ্যমে সিলেটে প্রতিবন্ধীদের কল্যাণমূলক কাজ হচ্ছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
Manual1 Ad Code
Manual2 Ad Code