আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ১০ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, বাড়ি ভাংচুর, গ্রেফতার

editor
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ০৮:১৪ অপরাহ্ণ
সুনামগঞ্জে ১০ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, বাড়ি ভাংচুর, গ্রেফতার

Sharing is caring!


Manual7 Ad Code
মোঃ ওবায়দুল হক মিলন  সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে ১০ বছরের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে সাবুল মিয়া (৩৫)কে জনতা আটক করে পুলিশে দিয়েছে।
জানা যায়, উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর জামেয়া মাদানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় কোরআন শিক্ষা চলমান রয়েছে।
শুক্রবার (১৪ মার্চ)সকালে ভিকটিম মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য যায়। এ সময় তাকে একা দেখতে পেয়ে কৌশলে মাদ্রাসার দ্বিতীয় তলার একটি শ্রেণী কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় একই গ্রামের ছমরু মিয়ার লম্পট ছেলে সাবুল মিয়া (৩৫)। এসময় ভিকটিমের চিৎকার শুনে লোকজন এগি‌য়ে আসলে ঘটনাস্থল থে‌কে সাবুল মিয়া পালিয়ে যায়। পরে সারা দিনব‌্যা‌পি ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন একটি কুচত্রু মহল। একপর্যায়ে ঘটনা জানাজানি হলে রাতে লম্পট সাবুলের বাড়িতে হামলা ভাংচুর ক‌রেন স্থানীয় লোকজন। এ ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ কর‌েছেন। প‌রে ঘটনার অ‌ভিযুক্ত লম্পট সাবুল মিয়াকে রাতেই গ্রেফতার করেছে থানা পুলিশ।
এঘটনায় ভিকটিমের বাবা ছা‌নো মিয়া বাদী হ‌য়ে থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন। এ মামলায় গত শ‌নিবার দুপু‌রের ধর্ষণের চেষ্টার অপরাধে গ্রেফতার দেখি‌য়ে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হয়ে‌ছে।
এব‌্যাপা‌রে ও‌সি মোখলেছুর রহমান আকন্দ ঘটনাব সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, অভিযুক্তের বিরুদ্ধে ছানো মিয়া বাদী হয়ে মামলায় দায়ের করেন। এ মামলায় গ্রেফতার দে‌খি‌য়ে সুনামগঞ্জ আদাল‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে। আদালত তার জা‌মিন না মঞ্জুর করে কারাগা‌রে পাঠিয়ে দেন।
Manual1 Ad Code
Manual3 Ad Code