আজ রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি চোলাই মদসহ আটক ৩

editor
প্রকাশিত মে ২৭, ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ণ
লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি চোলাই মদসহ আটক ৩

Sharing is caring!

Manual5 Ad Code

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

Manual2 Ad Code

চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি ২শ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এই সময় মাদক কারবারে জড়িত ৩ জনকে আটক করা হয়।

সোমবার (২৬) ভোর রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জলদাশ পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

Manual8 Ad Code

আটককৃতরা হলেন যথাক্রমে উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর জলদাস পাড়ার এলাকার মৃত ভাটিরাম জলদাসের পুত্র কমল জলদাস (৪৫), হরিলালের জলদাসের পুত্র আশীষ জলাদাস (২৫) ও মৃত তুফান জলদাসের পুত্র বাবলু জলদাস (২০)।

Manual3 Ad Code

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি ২শ বোতল চোলাই মদ এবং মাদক কারবারে জড়িত তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার সকালে তাদেরকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে। এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Manual1 Ad Code
Manual8 Ad Code