আজ বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার- ৩

editor
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ণ
বাঘায় আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার- ৩

Sharing is caring!


Manual7 Ad Code
দোয়েল,বাঘা,রাজশাহী,প্রতিনিধিঃ
বাঘায় আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন ওরফে মতি(৫৯)সহ এজাহার নামীয় ২জন ও ওয়ারেন্টভূক্ত ১ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আব্দুল মতিন ওরফে মতিকে রাজনৈতিক দুটি মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান (বাবলু) এর  বাড়িতে ককটেল হামলা ও আড়ানির ঝিনা গ্রামে বিএনপির অফিস পুড়ানোর ঘটনায় মামলায় রয়েছে। মতি উপজেলার আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার হামিদকুড়া গ্রামের মৃত-ফজের প্রাং এর ছেলে।
একই থানায় দায়ের করা অপর মামলায় উপজেলার চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া গ্রামের আবুল,  কালাম এর ছেলে নীরব হোসেন ওরফে সম্রাট(২৫)কে এবং ওয়ারেন্টভূক্ত আসামী সুলতানপুর গ্রামের  হান্নান এর স্ত্রী
 মোসাঃ লাখিকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারি অফিসার উপ-পরিদর্শক (এসআই) তুহিন হোসেন জানান,আগের দিন মঙ্গলবার(১৬ই নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
Manual1 Ad Code
Manual6 Ad Code